এই বছরের জুলাইয়ে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপের আসর। সেই আসর ঘিরে চলছে বাংলাদেশ দলের নানামুখী পদক্ষেপ। সে ধারাবাহিকতায় ক্যাম্পের জন্য আকাধিন নতুন মুখ নিয়ে প্রথম ধাপে ২৫ ক্রিকেটারকে ডাকা হয়েছে।

বিসিবি সুত্র থেকে জানা যায় যে আগামীকাল (২৪ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। হেড কোচ হিসেবে প্রথমদিন থেকেই এইচপি দলের সাথে দায়িত্বে থাকবেন ডেভিড হ্যাম্প।

Suggested Post :  টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম

প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে।

এইচপি স্কোয়াড:

ব্যাটার- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুল্লাহ আল মামুন।

Suggested Post :  আফগানিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডের জন্য একাধিক নতুন মুখ নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বিসিবি

স্পিনার- রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেসার- নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আসাদুল্লাহ আল গালিব।

উইকেটকিপার- আকবর আলী এবং প্রিতম কুমার।