এশিয়া কাপ হবে কি হবে না তা নিয়ে এখনও দুলছে পেন্ডুলামের কাটা। পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়ায় ভারতের জন্য পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচ আয়োজনের হাইব্রিড প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে ভারত-বাংলাদেশসহ অন্যদেশের অসম্মতি মিলিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের। তবে বাবর আজমের দেশও বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার পাল্টা হুমকি দিয়ে রেখেছে।
যদিও সেটি সঠিক হবে না বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, ভারতের মাটিতে বিশ্বকাপ জেতাই হবে তাদের জন্য উপযুক্ত জবাব।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি পিসিবিকে ভারতে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন। দেশটির ওয়েব পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাতলে দিয়েছেন ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত সমাধান, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে, আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।’
কেবল বিশ্বকাপ জয়ের মাধ্যমেই ভারতকে সঠিক জবাব দেওয়া যাবে বলে মনে করছেন সাবেক এই পাক অধিনায়ক, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’
খেলোয়াড়দের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জিতো। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।’
Shahid Afridi reinstated that management should push their national players to go, play the World Cup and come back after claiming the trophy
Read more: https://t.co/esO0cLzsJ0#ShahidAfridi #WorldCup #AsiaCup pic.twitter.com/mbSIfpOBSs
— Cricket Pakistan (@cricketpakcompk) May 20, 2023
আসন্ন সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছিল ভারত। কূটনৈতিক বৈরিতার কারণে তারা পাকিস্তানে যেতে রাজি নয়। রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। সে কারণেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই খুব একটা দেখার সুযোগ মেলে না ক্রিকেট ভক্তদের। একমাত্র আইসিসি ইভেন্টই ভরসা দুই দেশের দ্বৈরথ দেখার। তবে এবার আইসিসির টুর্নামেন্টেও দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে সর্বশেষ চলমান জটিলতা নিরসনে আইসিসির কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন পিসিবি প্রধান নাজাম শেঠী। তাদের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ‘ভারত দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে বাংলাদেশ, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।’