ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে ব্যাট হাতে এক সেঞ্চুরিসহ ১৯৬ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। যেটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। তাতে মিলেছে সিরিজ সেরার পুরস্কারও। তবুও নিজের উন্নতি নিয়ে ভাবছেন তিনি।
মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন টাইগাররা। এরপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হোসেন শান্ত।
দলের পারফরমেন্স নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে খুব ভালো ক্রিকেট খেলেছি। সবাই খুব ভালো করার চেষ্টা করেছে। আমার মনে হয়, এখান থেকে আমাদের জন্য খুব ভালো অভিজ্ঞতা হলো। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনের দিনে আমরা ভালো কিছু করতে পারব।’
নিজের বিষয়ে শান্ত বলেন, ‘ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আরও উন্নতি করার জায়গা রয়েছে। আরও ভালো ক্রিকেট খেলতে হবে। এই ফর্মটা ধরে রাখতে পারলে আমার জন্যও ভালো, আবার দলের জন্যও ভালো।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বল করা নিয়ে নাজমুল শান্ত বলেন, ‘বোলিং যে খুব ভালো হয়েছে, সেটি বলব না। মাত্র তিন ওভার বল করেছি। এরপরে যদি অধিনায়ক বল দেয়, তাহলে চেষ্টা করবো ভালো করার। কিন্তু এটি নিয়ে খুব বেশি মাতামাতি করার কিছু নেই। একদিন বল করছি দেখে অনেক কিছু করে ফেলেছি, এমনটা ভাবার কোনো সুযোগ নেই।’