সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৪.৩ ওভারে ৩২০/৭ (আয়ারল‍্যান্ড ৩১৯/৬)

মেহেদী হাসান মিরাজ ফেরার পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাধেন তাইজুল ইসলাম। তবে বেশিক্ষণ থাকতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান।

জয়ের জন্য ১১ রান বাকি থাকতে ড্রেসিং রুমে ফিরলেন তাইজুল। জশ লিটলের লো ফুল টস ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ফেরার আগে ১৩ বলে করেছেন ৯ রান।

Suggested Post :  একাধিক পরিবর্তন নিয়ে ফাইনালেন জন্য পাকিস্তান ও শ্রীলংকার একাদশ ঘোষণা!

তাইজুলের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরেছেন শরিফুল ইসলাম। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৫ রান। স্ট্রাইকে ৩৩ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম।