পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে পুরো এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। তাহলে বিকল্প, হয় পাকিস্তানে খেলা অথবা হাইব্রিড মডেল গ্রহণ করা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুবাইয়ের গরমে ৫০ ওভারের এশিয়া কাপ টুর্নামেন্ট খেলতে চায় না। বিশ্বকাপের আগে ঝুঁকিতে ফেলতে চান না ক্রিকেটারদের। হাইব্রিড মডেলের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তার অবস্থানে অটল থাকে, তাহলে এশিয়া কাপ এ বছর বাতিল হতে পারে।
চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন করার কথা রয়েছে। তবে, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত এই ইভেন্টে দল পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছে।

এমন অচলাবস্থা ভাঙার জন্য, পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভায় এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেল উপস্থাপন করেছিল, যার অধীনে অন্যান্য দল পাকিস্তানে তাদের ম্যাচ খেলবে, যেখানে ভারতীয় দল তাদের ম্যাচগুলি অন্য দেশে খেলবে।

Suggested Post :  নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং; মাত্র ৮ ম্যাচেই তিন চমক

হাইব্রিড এশিয়া কাপ হলে বিসিবির কি ভাবনা? ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ৫০ ওভারের ম্যাচ বাংলাদেশ দল সংযুক্ত আরব-আমিরাতের মাঠে খেলতে চায় না। এসিসিকে নিজেদের এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বিসিবি।

‘আমাদের বেসিক যে কথা বলেছিলাম আগে ৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না কারণ অনেক গরম সেখানে। এইটাই আর কিছু না। আমরা ভেন্যু নিয়ে কিছু বলিনি। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না। যদি ২০ ওভারের ম্যাচ হত সেটা ঠিক ছিল।’

Suggested Post :  দ্রুতই ফাস্ট বোলাররা বাংলাদেশকে ম্যাচ জেতাবে : রাসেল ডমিঙ্গো

‘দুবাইতে খেলা সম্ভব হচ্ছে না গরমের জন্য। আমরা চাই না ক্রিকেটাররা সেখানে খেলে চোটে পড়ুক। এগুলা এড়ানোর জন্যই আমরা সেখানে চাচ্ছিলাম না।’

নতুন করে গুঞ্জন, শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া কাপের আসন্ন আসর।এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরাও শুনছি। আসলে বাংলাদেশের চাওয়া ছিল আমরা গরমে খেলতে চাই না। এখন কোথায় গিয়ে খেলা হয় কীভাবে হয় তা এসিসি সিদ্ধান্ত নিবে।’