পাকিস্তানে গিয়ে এ বছরের এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এ জন্য নিরপেক্ষ ভেন্যু চায় ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দরকার হলে রোহিত শর্মারা টুর্নামেন্টেই অংশ নেবে না–কোথাও কোথাও এমন কথাও শোনা যাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি বললেন, ভারত না এলে পাকিস্তান সরকারও তাদের সেখানে যেতে দেবে না।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ সবার জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে চাচ্ছে না টিম ইন্ডিয়া। এসব নিয়ে বলতে গিয়ে ভারতীয় খেলাবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টস তাককে নাজম শেঠি বলেন, ‘ভারত সরকার বিসিসিআইকে এখানে আসতে না দিলে পাকিস্তান সরকার আমাদের সেখানে যেতে দেবে না।’

Suggested Post :  আইসিসি সুপার লীগ র‍্যাঙ্কিংয়ে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশ

নাজমের মতে, সমস্যা দূর করার জন্য একটি উপায় আছে। এ জন্য হাইব্রিড মডেল বাস্তবায়ন করা প্রয়োজন। মডেল অনুসারে এশিয়া কাপের ম্যাচগুলো দুই ধাপে দুই দেশে অনুষ্ঠিত হবে। ভারত খেলবে পাকিস্তানের বাইরে।

এই প্রস্তাব চূড়ান্তরূপে গৃহীত হলে ওয়ানডে বিশ্বকাপের জন্যও একই মডেল চান নাজম। তারাও খেলতে চান ভারতের বাইরে। নাজম শেঠি বলেন, ‘আমরা হাইব্রিড মডেলের জন্য প্রস্তুত। দুটি ধাপে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাস্তবায়ন হলে ওয়ানডে বিশ্বকাপের জন্যও আমরা এ মডেল চাই।’

Suggested Post :  নতুন ইতিহাসঃ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো টাইগাররা

সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এবারের এশিয়া কাপ। ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি। দলগুলো হলো: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। অন্যদিকে ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ১০ দলের অংশগ্রহণে এই আসরে ম্যাচ হবে ৪৮টি।