ইংল্যান্ডদের মাটিতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে আজ (৯ মে) অ্যাওয়ে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই নয়, একইদিন রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। জমজমাট সেই লড়াইয়ের আজ প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে; এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় চোখ রাখবেন।

Suggested Post :  ড্রেসিংরুমে টাইগারদের গান গেয়ে জয় উদযাপন ভিডিও তুমুল ভাইড়াল (ভিডিও)

চলুন জেনে নিই আজকের খেলার সূচি :

ক্রিকেট ১ম ওয়ানডে

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সরাসরি, বেলা ৩-৪৫ মি., আইসিসি টিভি ওয়েবসাইট

আইপিএল

মুম্বাই-বেঙ্গালুরু

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল ফেডারেশন কাপ : সেমিফাইনাল

বসুন্ধরা-মোহামেডান

সরাসরি, বেলা ৩-১৫ মি., টি স্পোর্টস

চ্যাম্পিয়নস লিগ : সেমিফাইনাল

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

সরাসরি, রাত ১টা, সনি স্পোর্টস ২