গত কয়েক মাস ধরেই গণমাধ্যমে গুঞ্জন, আবারও বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি। মূলত পিএসজির সঙ্গে সাম্প্রতিক সময়ে তার সম্পর্কের অবনতি হওয়ায় এই গুঞ্জন অনেকটা জুড়েই ডাল-পালা মেলেছিল। তবে বৈশাখের শেষ দিকে এসে অনেকটা দমকা হাওয়ার মতোই পাল্টে গেল দৃশ্যপট!
বার্সা নয়, সৌদি আরবের ক্লাব আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাবে মধ্য প্রাচ্যকেই নতুন ঠিকানা করছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এই খবরটা এতদিন বাতাসে ভেসে ভেড়ালেও এবার এল চিরিংগুইটো টিভি বলছে, আল হিলালের এই প্রস্তাবে ইতোমধ্যেই হ্যাঁ বলে দিয়েছেন মেসি।
বছরে ২৬০ মিলিয়ন ইউরোতে আল হিলালে নাম লিখিয়েছেন এই তারকা। আর চলতি মৌসুমের শেষেই সৌদিতে পাড়ি জমাবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। অর্থ্যাৎ এখানেই পিএসজির সঙ্গে সম্পর্ক চুকাতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
🚨 MESSI JUGARÁ EN ARABIA SAUDÍ 🚨
💣 EXCLUSIVA @elchiringuitotv y @marsallorente
🙌🏻 El argentino aceptará la propuesta del Al Hilal.
👉🏻 Busquets también aceptará una oferta por dos temporadas del club árabe y Jordi Alba irá si acuerda la rescisión con el Barça. pic.twitter.com/ZsNlO0CnGq
— El Chiringuito TV (@elchiringuitotv) May 8, 2023
স্প্যানিশ এই সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, শুধুই মেসি নয়, আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারের ওপর নজর দিয়েছে আল হিলাল। ইতোমধ্যেই মেসির সাবেক ক্লাব সতীর্থ সার্জিও বুসকেসের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি সম্পন্ন করেছে সৌদির এই ক্লাব। পাশাপাশি জর্দি আলবার সঙ্গেও আলোচনা চলছে আল হিলালের।
এর আগে ক্যারিয়ারের শুরু থেকে ২১ বছর বার্সায় খেলার পর ২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। এরপর ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। স্পেন, ফ্রান্সের পর এবার মেসির নতুন গন্তব্য হচ্ছে সৌদি আরব!