বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি’- এমন আলোচনা বাড়ছেই। ফরাসি ক্লাব পিএসজিতে এখনও চুক্তি নবায়ন করেননি, চুক্তি আছে জুন পর্যন্ত। বার্সেলোনাও ফেরাতে চাচ্ছে মহাতারকাকে। মেসির বার্সায় ফেরার এই প্রসঙ্গটা ভালোভাবেই দেখছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘রিয়ালের জন্য হুমকি হলেও মেসির লা লিগায় ফেরাটা হবে সুন্দর।’

মেসির দলবদলের বিষয়ে ছুটে যাওয়া প্রশ্নে ইতিবাচকই বলেছেন রিয়াল বস। বলেছেন, ‘মেসি যা খুশি তা-ই করতে পারে, এমনকি বার্সেলোনাও।

Suggested Post :  ফ্রিকিকে পিএসজির মানবদেয়ালের নিচে মেসিকে শুয়ে থাকতে দেখে ক্ষুব্ধ ইউনাইটেড কিংবদন্তি!

এটা আমার জন্য কোনো সমস্যা নয়। একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে পছন্দ করি। স্প্যানিশ ফুটবলে তাকে পেয়ে ভালোই লাগবে। তবে এটা মেসি ও বার্সেলোনার ব্যাপার।’

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে গ্রীষ্ম মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। সেক্ষেত্রে বিশ্বজয়ী মহাতারকার পছন্দের তালিকায় সবার আগে থাকবে ক্যারিয়ারের ঘর-বাড়ি হয়ে ওঠা ক্লাব বার্সেলোনার নাম, এমন আলোচনা জোরাল হচ্ছে দিনকে দিন।