আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। গতকাল সর্বশেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। তবে আইপিএল খেলতে ভারতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান গতকাল দেশে ফিরেছেন। বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

আইপিএল রেখে দেশে ফেরায় মুস্তাফিজের বিদায়ী বেলায় দলটির প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে দিল্লির স্যোশাল মিডিয়া। ক্যাপশনে তারা লিখেছে, ‘আমাদের সবার পক্ষ থেকে একজন কোচের আশীর্বাদ ও শুভকামনা, আমাদের বাঘকে (মুস্তাফিজ) পান্টার (পন্টিং)।’

Suggested Post :  আইপিএল থেকে বিলুপ্ত হয়ে গেছে এই পাঁচটি দল; একটি চ্যাম্পিয়নও হয়েছিল

এদিকে মুস্তাফিজও তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে পন্টিংয়ের সঙ্গে সেই একই ছবি শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ এমন সুন্দর মুহূর্তের জন্য। কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য অন্যরকম আনন্দ ছিল। পরবর্তী সময় পর্যন্ত বিদায়।’

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের পথ ধরবেন মুস্তাফিজ। মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।