দলের বাইরে থাকা সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা নাঈম শেখ, আফিফ হোসেনরা কেউই বিশ্বকাপ চিন্তার বাইরে নয় বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সেখানে তিনি বলেন, ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ২৪ জনের পুল তৈরি করেছে বিসিবি। কোনো বিশেষ ক্রিকেটার নয়, বহরে থাকা প্রতিটি ক্রিকেটারকে নজরে রাখার কথা নান্নুর কন্ঠে।
কম্বিনেশন ও ফর্ম বিবেচনায় দলের প্রয়োজনে যে কোনো সময় রদবদল হতে পারে বলছেন এই সাবেক অধিনায়ক।
এবার ডিপিএলে ৭১৯ রান নিয়ে রান সংগ্রাহকের শীর্ষে আছেন আবাহনী ওপেনার নাঈম শেখ। বিশ্বকাপ দল নিয়ে নাঈম শেখ বিবেচনায় রয়েছেন জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘নাঈম শেখ অবশ্যই ভালো করছে।
সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে।
এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই সে থাকবে।’
দীর্ঘ দিন সাদা বলের ক্রিকেটে দলের অপরিহার্য সদস্য ছিলেন আফিফ হোসেন। বাজে ফর্মের কারণে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দলে জায়গা হয়নি আফিফের।
বিশ্বকাপ দল বিবেচনায় আফিফ থাকবেন কি না এমন প্রশ্নে নান্নু বলেন, ‘অবশ্যই, পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা রেডি করে রেখেছি এদের সবাইকে মনিটরিং করা হচ্ছে এবং কাউ চোখের আড়াল হচ্ছে না।
তো যাকে যখন প্রয়োজন মনে করবো তখনই তাকে দলে নেয়া হবে।’ তবে সবচেয়ে বেশি আলোচনায় দলের বাইরে থাকা সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়ার পর, রিয়াদ জায়গা হারিয়েছেন ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইরিশদের বিপক্ষে পরের সিরিজেও।
বিশ্বকাপের আগে এভাবে দলের বাইরে রেখে কী বার্তা অপেক্ষা করছে রিয়াদের জন্য। এমন প্রশ্ন ক্রিকেট সমর্থকদের মাঝে।
রিয়াদকে নিয়ে সংক্ষিপ্ত জবাবে টাইগারদের প্রধান নির্বাচক বলেন, ‘একটা না, ২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। সুতরাং এখানে নির্দিষ্ট কোনো নাম না। এখানে যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’