আইপিএলে এবারের মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। তবে এখন পর্যন্ত মোটে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগার এই পেসার। দুই ম্যাচেই তিনি ছিলেন বিবর্ণ। প্রথম ম্যাচে ১ উইকেটে ৩৮ রান দেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪১ রানে ছিলেন উইকেটশূন্য। এরপর আর সুযোগ মেলেনি।
এদিকে পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে দেশে ফিরেছেন লিটন কুমার দাস। এখন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি বলতে একমাত্র মুস্তাফিজ রয়েছেন।
তবে তারও দেশের ফেরার সময় চলে এসেছে। আগামী ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই বাংলাদেশের ক্যাম্পেও খুব তাড়াতাড়ি যোগ দিতে হবে মুস্তাফিজকে। কারণ তাকে আইপিএলের জন্য ১ মাসের ছাড়পত্র দিয়েছিল বিসিবি।