আইপিএল থেকে ভারত টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মাকে বিরতি নিতে বললেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে রোহিতদের ওপর যাতে টানা খেলার ধকল না পড়ে, সে জন্যই এমন পরামর্শ দিয়েছেন তিনি।

আইপিএলের ফাইনাল হবে ২৮ মে। আর ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর মাঝে ১০ দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে এই অল্প সময়ে ক্রিকেটাররা আইপিএল খেলার ধকল কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করেন সুনীল।

আরও পড়ুন >> ১ মেয়ে দুই তারকা, ব্রাজিলের রিচারলিচন ও আর্জেন্টিনার আলভারেজ!

তাই আইপিএলের মাঝপথেই পরামর্শ দিলেন রোহিত শর্মাকে বিরতি নেয়ার। গাভাস্কার বলেন, ‘আমার মতে রোহিতের উচিত আইপিএল থেকে কিছুদিনের জন্য বিরতি নেয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তার উচিত নিজেকে ফিট রাখা।’

Suggested Post :  সাকিবের নাম ড্রাফটে উঠলো কেউ কিনলো না; শাহরুখের মেয়ের আফসোছ (ড্রাফটের ভিডিও)

গাভাস্কার যোগ করেন, ‘প্রয়োজনে মুম্বাইয়ের হয়ে আইপিএলের শেষ দিকে কিছু ম্যাচ ও খেলতে পারে। তবে এই মুহূর্তে ওর উচিত নিজেকে একটু চাঙা রাখা। আমার ধারণা মুম্বাই এবার শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে না। যদি তাদের শীর্ষ চারে জায়গা করে নিতে হয় তাহলে অলৌকিক কিছু করতে হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের উচিত ভারত জাতীয় দলের কথা মাথায় রেখে রোহিতকে বিশ্রাম দেয়া।’

Suggested Post :  বিপিএলকে চরম অপমানিত করে আইপিএলকে নিয়ে বোমা ফাটালেন মইন
আরও পড়ুন >> একনজরে দেখেনিন লিটনের কি আইপিএল মিশন শেষ!

এবারের আইপিএলে পারফরম্যান্সটা খুব একটা আহামরি নয় রোহিতের। ৭ ম্যাচ ব্যাট করে মাত্র একটি ফিফটি করেছেন। টানা খেলার কারণে আইপিএলে নিজের সেরাটা দিতে পারছেন না বলে মনে করছেন সুনীল গাভাস্কার।

তার ভাষ্যমতে, ‘প্রতিটি ম্যাচে তাকে খুব ক্লান্ত দেখায়। হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য চিন্তা করছে। তবে আমি মনে করি রোহিতের এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে যাতে সেরা ছন্দে ফিরে আসতে পারে।’