শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। আসন্ন টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়। বাংলাদেশ থেকে আপাতত ৩জন থাকলেও পরবর্তীতে এই তালিকা বাড়ার বড় সম্ভাবনা রয়েছে।

এই তালিকায় আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিলr মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।

Suggested Post :  ভূল স্বীকার করলেন সাকিব, এখন থেকে বিসিবির কথামতো চলবেন!

আরও পড়ুন >> একনজরে দেখেনিন লিটনের কি আইপিএল মিশন শেষ!

আগামী ১৫ মে পর্যন্ত ড্রাফটে নাম লেখানো যাবে। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন। ৩০ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডি এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।

Suggested Post :  ঐতিহাসিক জয়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে টপকে এক লাফে পাঁচে বাংলাদেশ

প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। তবে সাকিব, লিটনরা দল পেলেও পুরো আসর খেলতে পারবেন না। জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০।

আরও পড়ুন >> বাংলাদেশ ক্রিকেট দলকে চরমভাবে অপমানিত করলেন কোচ হাথুরুসিংহে

ফলে সাকিবরা দল পেলেও শুধু শুরুর দিকেই খেলতে পারবেন এই টুর্নামেন্টে। ব্রাভো ও পোলার্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও সিপিএলের কারণে তারাও শুধু শুরুর দিকেই এলপিএলে খেলতে পারবেন বলে জানিয়েছেন।