এবারের মতো আইপিএল মিশন কি শেষই হয়ে গেল লিটন দাসের? বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেলেন না লিটন।

দলে মাত্র একটিই বদল হয়েছে। কুলবন্ত খেজরোলিয়ার জায়গায় খেলছেন বৈভব অরোরা। কিন্তু বিদেশিদের পারফরম্যান্স ভাল না থাকলেও লিটনকে সুযোগ দেওয়া হল না। তিনি নাইটদের সংসার থেকে মুছেই গেলেন কি-না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন >> মাহমুদুল্লাহ দল থেকে বাদ, বিস্ফোরক মন্তব্য করলেন মিরাজ!

একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েও দলে টিকে আছেন সুনীল নারাইন। আন্দ্রে রাসেল ব্যাটে দু-একটি ম্যাচে ভাল খেললেও বল করছেনই না। তবু দুই ক্রিকেটারকে টানা খেলিয়ে চলেছে কেকেআর।

Suggested Post :  আইপিএলের ১৪ বছরে ইতিহাসে এখনো যে রেকর্ডে মুস্তাফিজ একক রাজা

অনেকেই ভেবেছিলেন লিটনকে বুধবার প্রথম একাদশে নেওয়া হবে। বিশেষত যেখানে ওপেনিং জুটি একেবারে ব্যর্থ। লিটনকে একটি ম্যাচ দিয়ে বিচার করা হবে এটা অনেকেই মনে করেছিলেন। কিন্তু কেকেআর বরাবরই ‘অন্য রকম’ ভাবে। সেই ভাবনা থেকেই হয়তো লিটন দলে আর জায়গা পাচ্ছেন না।

আরও পড়ুন >> বাংলাদেশ ক্রিকেট দলকে চরমভাবে অপমানিত করলেন কোচ হাথুরুসিংহে

দলের পারফরম্যান্স নিয়ে নীতীশ টসের সময় বলেছেন, প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হল। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছি আমরা। এখনও পর্যন্ত বেশ কিছু ম্যাচে ভাল ক্রিকেট খেলেছি। কিছু ম্যাচে আবার একেবারেই খেলতে পারিনি।

Suggested Post :  লিটনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কেকেআর!

এবার সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর। যদি সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি তা হলে ফলাফল আমাদের পক্ষে যেতে পারে।

আগের দুই ম্যাচে আমাদের জোর করে দলে পরিবর্তন করতে হয়েছে। শার্দুল, গুরবাজের চোট ছিল। এই ম্যাচে আমরা কুলবন্তের জায়গায় বৈভব অরোরাকে খেলাচ্ছি।