ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের মূল্যায়িত করা হয় না এই অভিযোগ অনেক পুরনো। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও কিছুদিন আগে আইপিএল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এবার আইপিএল নিয়ে অজানা এক তথ্য ফাঁস করলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সৌরভ গাঙ্গুলির কথা দিয়ে সেটি না রাখার বিষয়টি এবার সামনে আনেন তিনি।

২০০৭ সালে শুরু হয় আইপিএল। সেই আসর শুরুর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ড গড়েন আশরাফুল। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি করেন তিনি।

Suggested Post :  টানা ৫ ম্যাচ ব্যর্থ হওয়ার পরও বড় সুখবর পেলো সৌম্য সরকার

টাইগার এই ব্যাটারকে আইপিএলে গাঙ্গুলি তৎকালীন দল কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।

আরও পড়ুন >> পিএসজি থেকে উড়াল দিলেন মেসি বার্সেলোনায়!

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফুল জানান, ২০০৭ সালের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। আশরাফুল বলেন, ‘আইপিএল যখন শুরু হয়েছিল তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।’

Suggested Post :  বাংলাদেশে গায়ের জোরে বল করে সফল আফ্রিদি

সৌরভ গাঙ্গুলি আশরাফুলকে দলে নেওয়ার ব্যাপারে সাড়া দিলেও শেষ পর্যন্ত দলে নেয় জিম্বাবুয়ের তাইবুকে। সেই ঘটনা স্মরণ করে আশরাফুল বলেন, ‘সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছিল আমার।

দাদা বলছিল তোকে তো ৪-৫টা দল নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দাদা আমাকে কল না করে তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে।’