মেসি বার্সেলোনা : অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে লিওনেল মেসি ফিরছেন বার্সেলোনায়। তবে এখনো পর্যন্ত কোনোপক্ষই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে এবার সেই গুঞ্জনের পাল্লা আরেকটু ভারি হলো।

এক প্রতিবেদনে জানা যায়, লিওনেল মেসি চলতি সপ্তাহে বার্সেলোনায় ফিরেছেন। সঙ্গে রয়েছে তার পরিবার এবং ১৫টি স্যুটকেস।

আগামী জুনে পিএসজিতে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। পরের মৌসুমে মেসির গন্তব্য কোথায় তা এখনো স্পষ্ট নয়।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে পুনরায় সই করতে আগ্রহী বার্সেলোনা। তবে মহাতারকার সঙ্গে চুক্তি পাকা করতে হলে সবার আগে নিজেদের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার সই করার আগে তাদের অবশ্যই ১৭৮ মিলিয়ন ইউরো জোগাড় করতে হবে।

Suggested Post :  ফুটবলকে বিদায় বলার বিষয়ে আবেগঘন বার্তা দিলেন 'নেইমার'

আরও পড়ুন >> ব্যালন ডি’অর জিতার দৌড়ে যাকে এগিয়ে রাখলেন রুনি

এল মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে মেসির ভ্রমণের কোনো সম্পর্ক নেই।

বলা হচ্ছে, মেসির এই সফর বার্সেলোনার উৎসব সেন্ট জর্দির সঙ্গে সম্পর্কিত। মেসি এ উৎসব উপভোগ করতেই ছুটির মেজাজে রয়েছেন।

বার্সেলোনা সম্প্রতি মেসির বাবা এবং এজেন্ট জর্জের সঙ্গে কথা বলেছিল। মেসির প্রত্যাবর্তনের নিয়ে প্রশ্নের মুখে ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা আশাবাদ ব্যক্ত করেন।

Suggested Post :  কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল: নেইমার

তিনি বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। মেসি নিজেও জানে বার্সার দরজা তার জন্য সবসময় খোলা। ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। সে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।