নেইমারঃ ব্রাজিল এবং পিএসজি তারকা নেইমার জুনিয়রের সঙ্গে পিএসজির চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। অবশ্য চুক্তিটা ২০২৭ সাল পর্যন্তও বাড়ানোর সুযোগ রয়েছে যদি নেইমার ও পিএসজি উভয়েই চায়।

নেইমার

নেইমারের অবশ্য পিএসজি ছাড়ার কোন ইচ্ছা নেই। তাই সে চুক্তির মেয়াদটা ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে চাইবে। এখন পিএসজির উপর নির্ভর করবে বাকিটা।

তবে হয়তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই নেইমারের ছুটি হতে পারে পিএসজি থেকে। সেটাও আগামী সামারেই। পিএসজি চাচ্ছে তাকে বিক্রি করতে।

Suggested Post :  তপু বর্মন কে কিনতে যত টাকা খরচ করতে চায় ভারত

কিন্তু নেইমারকে কিনতে আগ্রহী হবে কোন ক্লাব? ফুটমেট্রো জানিয়েছে এমনই একটি ক্লাবের নাম যারা গত কয়েক মাস ধরে নেইমারের উপর নজর রাখছে। সেই ক্লাব হচ্ছে ম্যানইউ।

আরো পরুনঃ আর্জেন্টিনাকে কাদিয়ে চ্যাম্পিয়ন হলেন ব্রাজিল!

ইংলিশ ক্লাবটি গত কয়েক মাস ধরে নেইমারের পরিস্থিতির উপর নজর রাখছে। যদি নেইমারকে কেনার সুযোগ আসে তাহলে সবার আগে এই ক্লাবটিই চেষ্টা করবে।