আইপিলের এবারের আসরে ছয় ম্যাচ পরেও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। এখনও চলছে সেরা একাদশের খোঁজ। টানা তিন পরাজয়ে টেবিলের তলানির দিকে থাকা কলকাতার বোলিং কোচ ভরত অরুণ অবশ্য বলছেন, চেন্নাইয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াবে দল।

এদিকে, গত ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট ও গ্লাভস হাতে ব্যর্থ হওয়া লিটন দাসের যায়গা পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানে হেরে এবারের আইপিএল যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের কলকাতার। এরপর ব্যাঙ্গালুরু আর গুজরাটের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতে আশা জাগিয়েছিল দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে এরপরই টানা তিন পরাজয়ে টুর্নামেন্টে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে নাইট রাইডার্স শিবির।

Suggested Post :  মাত্র পাওয়াঃ আইপিএল নিয়ে দারুন সুখবর পেলেন লিটন

টানা পরাজয়ে পয়েন্ট টেবিলের আট নাম্বারে নেমে যাওয়া কলকাতার সামনে এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের চার শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস এবারও আছে ভালো ছন্দে। ৬ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারে মেন ইন ইয়োলোরা।

চেন্নাইয়ের বিপক্ষেই খরা কাটিয়ে জয়ের ফেরার প্রত্যাশায় ভরত অরুণ বলেন, অতীতের দিকে তাকালে দেখা যাবে চেন্নাইয়ের বিরুদ্ধে আমাদের রেকর্ড যথেষ্ট ভালো। আমরা সবসময় নিজেদের শক্তির ওপর আস্থা রাখি। এই ম্যাচে অবশ্যই ভালো করবো।

সাকিবের অনুপস্থিতে ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছিল কলকাতা। গুরবাজ ছিলেন আগে থেকেই। পরে দলে যোগ দেন লিটন দাসও। দেশি ওপেনাররা তো আছেনই। তবে এতো ওপেনারের ভিড়ে সঠিক কম্বিনেশন খুঁজতে ৫ ম্যাচে চারবারই ওপেনিং জুটি পরিবর্তন করেছে কেকেআর। কাটা ছেঁড়ার ব্যাপারটা শিকার করলেন অরুণও।

Suggested Post :  আইপিএলের বাকি অংশে জাদেজাকে নিয়ে শঙ্কা

তিনি বলেন, আমরা সব জুটির মধ্যে সেরা জুটিটাকেই খুঁজে নিতে চাইছি এবং আসরের প্রথমার্ধের মধ্যেই সেটা করতে হবে আমাদের। পাওয়ারপ্লের সময় ব্যাটিংয়ে উন্নতি দরকার। বোলিংয়েও উন্নতি করতে হবে। আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। আশা করছি, আমরা ভালোভাবেই ফিরবো।

এদিকে, সবশেষ ম্যাচে সুযোগ পাওয়া লিটন দাস ব্যাট হাতে যেমন ছিলেন ব্যর্থ তেমনি গুরুত্বপূর্ণ সময়ে গ্লাভস হাতে মিস করেছেন স্ট্যাম্পিংও। তাইতো প্রশ্ন উঠছে চেন্নাইয়ের বিপক্ষে মূল একাদশে আর সুযোগ পাবেন তো লিটন?