দুটি হার ও দুটি জয়ের পর মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এবার টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা।

আজকের ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হতে পারে টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের।

কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লির সাথে মুখোমুখি হবে কারণ তারা বর্তমান টুর্নামেন্টে তাদের তৃতীয় জয় নিশ্চিত করতে চায়, যখন আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা বেশি, তার সামাজিক মিডিয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে।

Suggested Post :  আইপিএল সহ টিভিতে আজকের সকল খেলার সময়

অবশ্য দিল্লির বিপক্ষে লিটনকে একাদশে দেখা যাবে কি না সেটা নিয়ে রয়েছে শঙ্কা। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

গুরবাজ দলে সুযোগ না পেলেও লিটনের জন্য রাস্তাটা সহজ হবে না। কেননা কলাকাতা শিবিরে রয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট রয় নাকি লিটন কাকে খেলাবেন। ম্যাচের আগ পর্যন্তই সেটা জানতে অপেক্ষা করতে হবে।