আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৬৯ রেটিং নিয়ে আগের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান। তার মতো ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।
সূর্যকুমার মারকাটারি ব্যাটিংয়ে টি-টোয়েন্টির হটকেকে পরিণত হয়েছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না তার, তবুও আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন তিনি। তার শেষ ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস হলো- ৪৭, ২৬ ও ২৪। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজের চারটি ওয়ানডেতেও ব্যর্থ হন তিনি। এক ম্যাচে ৮ করলেও টানা তিনটি ম্যাচে প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানে। চলমান আইপিএলেও রান পাচ্ছেন না তিনি।
টি-টোয়েন্টির সবশেষ র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রাখা সূর্যর নামের পাশে ৯০৬ রেটিং পয়েন্ট। সেরা পাঁচে পরিবর্তন এসেছে মাত্র একটি। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছেন রাইলি রুশো। ৭৯৮ পয়েন্ট নিয়ে মোহাম্মদ রিজওয়ান দুইয়ে, ৭৬৯ পয়েন্ট নিয়ে বাবর আজম তিনে ও ৭৪৮ পয়েন্ট নিয়ে এইডেন মার্করাম আছেন চার নম্বরে।
বোলারদের মধ্যে সেরা পাঁচে তো দূরের কথা, পরিবর্তন আসেনি সেরা দশেও। যথারীতি শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। তার নামের পাশে ৭১০ রেটিং পয়েন্ট। হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে চলে এসেছেন ১২ নম্বরে। বোলারদের মধ্যে অলরাউন্ডারদের সেরা দশেও কোনো পরিবর্তন হয়নি।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের সেরা পাঁচ
১. সাকিব আল হাসান
২. হার্দিক পান্ডিয়া
৩. মোহম্মদ নবি
৪. শাদাব খান
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা