ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে দ্রুত ভারতের মুম্বাই যান সাকিব আল হাসান। তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে সঙ্গী করে মুম্বাইয়ে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে গিয়েছিলেন তিনি।
তাসকিন ও সৌম্য ইতোমধ্যেই দেশে ফিরে আসলেও সাকিব সেখান থেকেই ওমরাহ করতে মক্কা যাবেন। বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান গণমাধ্যমকে জানান, আজকালের ভেতরই ওমরাহ করতে মক্কায় যাবেন সাকিব।
আগে শোনা গিয়েছিল, ওমরাহ শেষে দেশে না এসে যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব। সেখানেই স্ত্রী ও সন্তানদের নিয়ে ঈদ পালন করবেন তিনি। ঈদ পালন শেষে চেমসফোর্ডে জাতীয় দলের সাথে মিলিত হবেন এই অলরাউন্ডার।
তবে, নিজের সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে ওমরাহ শেষে দেশে ফিরে আসবেন সাকিব এবং মাগুড়ায় বাবা মায়ের সাথে ঈদ করবেন তিনি।
ওমরাহ শেষে সাকিব কবে দেশে ফিরবেন সেটি এখনও নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে দুই-একদিনের মধ্যে জানা যাবে কবে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরেই সাকিব মাগুড়ায় চলে যাবেন ঈদ উদযাপনের জন্য।