চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচের সবক’টিতেই হার দেখেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম জয়ের খোঁজে আজ তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়। বিদেশি কোটায় ক্যাপ্টেন ওয়ার্নারের সঙ্গী হবেন মার্শ, মুস্তাফিজ, নরকিয়া। আইপিএল ২০২৩-এ টানা চার হার দেখল দিল্লি ক্যাপিটালস। তবুও দিল্লি আগের ম্যাচ থেকে খুঁজে পেয়েছে দলের সেরা পারফর্মারদের।
শেষ বলের রোমাঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে নিলেও ফিজ-নরকিয়ার ডেথ বোলিং দেখাল প্রশংসনীয় শো। তাই ব্যাঙ্গালোরোতেও পেস আক্রমণে আনরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমানে ভরসা রাখছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। সঙ্গে ফেরানো হতে পারে তরুণ পেসার চেতন সাকারিয়াকে।
শেষ দুই ম্যাচে দিল্লির সেরা একাদশে না থাকা অজি তারকা মিচেল মার্শ আজকের ম্যাচে খেলবেন, প্রায় নিশ্চিত। তাকে জায়গা দিতে বাদ যেতে পারেন রোভম্যান পাওয়েল। ওপেনিংয়ে ব্যর্থ পৃথ্বী শ’কে আরও একবার সুযোগ দিয়ে দেখবে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। দুই বাহাতি স্পিনার আক্সার প্যাটেল ও কুলদ্বীপ যাদব আরসিবির ব্যাটিং লাইন-আপের জন্য বড় হুমকির কারণ হতে পারেন।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মানিশ পান্ডে, ললিত যাদব, অভিষেক পুরেল (উইকেটকিপার), আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, আনরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমান।
৩ওভার বল করে ৪১ রান দেন ফিজ, কোন উইকেট নেই।