আইপিএলের ১৬ তম আসরের আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে আছেন নীতিশ রানা এবং সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে রয়েছেন এইডেন মার্করাম। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উভয় দলই জয়ের পথে রয়েছে এবং তারা এই ম্যাচেও একটি জয় নিশ্চিত করে নিজেদের ছন্দ বজায় রাখার চেষ্টা করবে।
কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে জিতেছে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কার দৌলতে। শেষ বল পর্যন্ত টিকে থাকা ম্যাচে কেকেআর ৩ উইকেটে জিতেছিল। যদিও এর আগে তারা ইডেন গার্ডেন্সে RCB -কে ৮১ রানে পরাজিত করেছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কথা বলতে গেলে, টানা দুই ম্যাচ হেরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে তারা। এটি ছিল মরশুমে তাদের দ্বিতীয় জয়। এখন কলকাতা ও হায়দরাবাদ আজ তাদের বিজয়ী যাত্রা চালিয়ে যেতে চাইবে।
IPL 2023-এ কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ প্রথমবার মুখোমুখি হবে। চলতি মরশুমে এটি হবে দুই দলের চতুর্থ ম্যাচ। এর আগে খেলা তিন ম্যাচে কলকাতা তাদের ২টি ম্যাচ জিতেছে এবং ১টিতে হেরেছে। অন্যদিকে হায়দরাবাদের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটেছে। তারা একটি জিতেছে এবং ২টিতে হেরেছে। ভালো ব্যাপার হল এই ম্যাচে নামার আগে দুই দলই তাদের নিজ নিজ আগের ম্যাচগুলো জিতেছে। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ এর আগে IPL -এ খেলা ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২৩ বারের মধ্যে এখনও ১৫বার জিতেছে কলকাতা এবং আটবার সানরাইজার্স ম্যাচের রাশ নিজেদের পক্ষে রেখেছে।
যতদূর ইডেন গার্ডেন্সের পিচ এবং এর মেজাজ সম্পর্কিত, ম্যাচটি উচ্চ স্কোরিং এবং বিনোদনমূলক হবে বলে আশা করা হচ্ছে। গত ম্যাচেও এখানে রানের বৃষ্টি দেখা গেছে। বড় মাঠ হওয়ায় এই মাঠে বোলারদেরও সুযোগ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক KKR বনাম SRH এর ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ।
দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-
রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীসান, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, সুয়েশ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ-
মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, মার্কো জনসন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, উমরান মালিক, টি নটরাজন