হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে প্রথম দু’ম্যাচে হারের পরে শেষ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। অন্যদিকে শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা।

এদিকে আগামীকাল হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলের অভিষেক হতে পারে লিটন দাসের। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে আগামীকাল ইডেনে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলাতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসাবে আইপিএলে অভিষেক হতে পারে বাংলাদেশি তারকা ব্যাটার লিটন দাসের।

প্রথম তিন ম্যাচে মোট পাঁচ জন বিদেশিকে খেলিয়েছে কেকেআর। তারা হলেন— রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি ও লকি ফার্গুসন।

Suggested Post :  ব্রেকিংঃ ম্যাচ ফিক্সিং এর জন্য ক্ষমা চাইলেন শাহরুখ খান!

দলের আরও তিন জন বিদেশি রয়েছেন। তারা হলেন ডেভিড ওয়াইজ়ে, জেসন রয় ও লিটন দাস। কলকাতাকে প্রথম তিন ম্যাচে ভুগিয়েছে ওপেনিং জুটি।

তিন ম্যাচে তিনটি আলাদা জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মনদীপ সিংহ।

দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও বেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেছেন নারায়ণ জগদীশন। কিন্তু একটি জুটিও সফল নয়।

Suggested Post :  আইপিএল ২০২২ এ সাকিবকে কিনতে যে তিন দল উঠেপরে লেগেছে!

অন্যদিকে কলকাতার একাদশে অটো চয়েজ আন্দ্রে রাসেলের ফর্ম গত আসর থেকেই বেশ ভুগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সদের।

এই আসরে ৩ ম্যাচে ব্যাটিং করে রান তুলেছেন মাত্র ৩৬ । তার মধ্যে শুধু প্রথম ম্যাচেই নিয়েছেন ৩৫ রান আর বাকি দুই ম্যাচ মিলিয়ে ১ রান।

তাই সামনের ম্যাচে কলকাতা রাসেল কে বসিয়ে তাদের ওপেনিং জুটি শক্ত করতে নিতে পারেন জেসন রয় অথবা লিটন দাসকে।

উপমহাদেশের ক্রিকেটার হিসাবে ইডেনর উইকেট লিটনের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে গুরবাজের সাথে লিটনের খেলার সম্ভাবনা বেশি।