কারো পৌষ মাস কারো সর্বনাশ, আইপিএলে লিটনে অভিশেক হতে পারে যেদিন

sadfsadfsadgfa

টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচে নাটকীয় জয়ে দারুণভাবে চলছে কলকাতার চাকা। এবার কলকাতা নাইট রাইডার্সের শক্তি দিগুণ করতে দলটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার লিটন কুমার দাস।

বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ শেষ করে ইতিমধ্যে কলকাতাতে পাড়ি জমিয়েছেন লিটন কুমার দাস। লিটনের কলকাতা শিবিরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা কতৃপক্ষ। কেকেআর তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে লিটনের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “পৌঁছে গেছে, লিটন দা”!

এদিকে কলকাতা নাইট রাইডার্সের আগামী ম্যাচে লিটনের অভিষেক হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে। কলকাতা তাদের চতুর্থ ম্যাচ খেলবে আগামী ১৪ এপ্রিল (শুক্রবার), সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে কলকাতার হয়ে আইপিএলে প্রথমবারের মতো খেলতে নামতে পারেন লিটন দাস।

এদিকে কলকাতার ওপেনার হিসেবে দলে ইতিমধ্যে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। তবে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজের উপরই ভরসা রেখেছে কেকেআর। তবে আগামী ম্যাচে গুরবাজের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ হাঁটুর চোটে ভুগছেন আফগান এই ওপেনার। জানা গেছে, হাঁটুর ব্যথার কারণে অনুশীলনে ব্যাটিং করতে সমস্যায় পড়তে হয়েছে গুরবাজকে। তবে গুরবাজের ইঞ্জুরির খবরটি অফিশিয়ালি কিছু জানায়নি কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে লিটন দাস কেকেআর শিবিরে যোগ দেওয়ার আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইডেন গার্ডেন্সেই লিটনের সঙ্গে দেখা হবে কলকাতার। যা লিটনের অভিষেককে ইঙ্গিত দিয়েছে।

You May Also Like