
আন্তর্জাতিক ব্যস্ততা শেষে কলকাতা শিবিরে যোগ দিলেন লিটন দাস। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে কলকাতা গেলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
সোমবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুকে লিটনের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’
পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই লাখের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২৩ হাজার মানুষ কমেন্ট করেছেন এবং শেয়ার হয়েছে সাড়ে চার হাজার বারের বেশি। অধিকাংশ কমেন্ট করা হয়েছে লিটনের জন্য শুভকামনা জানিয়ে।
এর আগে গতকাল সন্ধ্যায় কলকাতার বিমানে ওঠেন লিটন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা একটা সুযোগ বলে আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি। ’
কলকাতা নাইট রাইডার্সে লিটনের একাদশে সুযোগ পাওয়া হবে বেশ কঠিন। রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে। লিটন বলছেন, সব জায়গাতে খেলতেই প্রস্তুত আছেন তিনি। দায় ছেড়েছেন কলকাতার টিম ম্যানেজম্যান্টের ওপর।
লিটন বলেছেন, ‘একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকতেই হবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার। ’
এদিকে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে লিটনের জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান তো শেষ পর্যন্ত যাননি আইপিএলে। তারও খেলার কথা ছিল কলকাতাতেই। সাকিবের জায়গায় জেসন রয়কে দলে নিয়েছে তারা।