অবিশ্বাস্য, রীতিমত অবিশ্বাস্য, বিস্ময়ের জন্ম দিয়ে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আরও ভালো করে বললে কলকাতার রিংকু সিং হারিয়ে দিল গুজরাটকে।
ম্যাচের নায়ক হতে পারতেন রশিদ খান। ভালো অবস্থানে থাকা কলকাতাকে ধ্বসিয়ে দিয়েছিলেন তিনি। হ্যাটট্রিক করেছিলেন, তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল, সুনিল নারীন এবং শার্দুল ঠাকুরের উইকেট।
ম্যাচটি তখন পুরোপুরি হাতের নাগালেই চলে আসে গুজরাটের। কিন্তু শেষ ওভারে, মাত্র একটি ওভারেই ম্যাচের দৃশ্যপটে পরিবর্তন। রশিদ খানকে ছাঁপিয়ে ম্যাচের নায়ক হয়ে যান রিংকু সিং।
শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ইয়াস দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। এরপরই রিংকু সিং এর তান্ডব। টানা ৫ বলে ৫টি ছক্কা মেরে অবিশ্বাস্য এক ফিনিশিং দেন তিনি। মাত্র ২১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন সিং যার মধ্যে শেষ ৫ বলেই নেন ৩০ রান।
এর আগে গুজরাটের ২০৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে কলকাতাকে ম্যাচে রেখেছিলেন ভেনকাটেশ আয়ার এবং নিতিশ রানা। আয়ার ৪০ বলে ৮৩ এবং নিতিশ রানা ২৯ বলে ৪৫ রান করেন। আর শেষটা তো রিংকু সিং করেন।
এর আগে গুজরাট প্রথমে ব্যাটিং করতে নেমে ২০৪ রান করেছিল। সাই সুধর্শন ৫৩, বিজয় শঙ্কর ৬৩, গিল ৩৯ রান করেছিলেন।