ঘরের মাঠে সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। এবার বাংলাদেশ খেলতে যাবে ইংল্যান্ডে। সেখানে গিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সেই আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

Suggested Post :  বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচী প্রকাশ

দলে জায়গা হয়নি আফিফ হোসেন ধ্রুবর। এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনাপত্তিপত্র পেলেও লিটন দাসকে নিয়েই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

দলের রয়েছেন রনি তালুকদারও। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

বাংলাদেশ স্কোয়াড-

তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।