হঠাৎ করে জরিমানা করা হলো বাংলাদেশের এই অলরাউন্ডারকে!

20230409 032428

জাতীয় দলের ব্যস্ততা শেষে সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা নেমে পড়েছেন দেশের ঘরোয়া ক্রিকেট লিগ খেলতে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরাজ খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। আজ ব্যাট করতে নেমে আউট হওয়ার পর বেশ হতাশ দেখা গিয়েছে মিরাজকে। ব্যাট হাতে আউট হওয়ার আগে এই অলরাউন্ডার করেন ৮ বলে ৬ রান।

সিটি ক্লাবের বোলার আসিফের করা একটি বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মিরাজ। পরবর্তীতে দেখা যায় সেই বল পিচ থেকে টার্ন করে লেগ স্ট্যাম্প দিয়ে বের হতে। তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ।

এরপর আম্পায়ারের সেই সিদ্ধান্তে মাঠের বাইরে যেয়ে অসন্তোষ জানানোয় মিরাজের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। যে কারণে তার বিরুদ্ধে দশ হাজার টাকা জরিমানা হয়েছে।

এর আগে আউট হওয়ার পর মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন মিরাজ। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটা আবার দেখাতে ছুটে যান সাকিব আল হাসানকে। পরে অবশ্য ডাগ আউটে বেশ হতাশ হয়েই বসে থাকতে দেখা যায় মিরাজকে।

এদিন মিরাজ রান না পেলেও তার দল মোহামেডান সংগ্রহ করেছিল পাহাড়সম রান। পরবর্তীতে তারা ম্যাচও জিতেছে বড় ব্যবধাটেক

You May Also Like