বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। তাইতো ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই আগামীকাল রবিবার আইপিএলে খেলতে উড়াল দিবেন লিটন দাস।

শেষ হতে চলেছে প্রতীক্ষা। আগামিকাল কলকাতায় আসতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা লিটন দাস। কেকেআরের তরফে বলা হয়েছে, ‘আমরা আগামিকাল পর্যন্ত আমদাবাদ থাকব। আগামিকাল দুপুরে ম্যাচ আছে। তাই লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ (আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে) থেকেই লিটনকে পাওয়া যাবে।’ দিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

Suggested Post :  সেরা চারের লড়াইয়ে আজ পাঞ্জাব-রাজস্থান! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

লিটনের কলকাতা দলে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স) খেলতে পারবেন এ ব্যাটার।

এছাড়া আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচগুলোতেও অ্যাভেইলেবল থাকবেন লিটন।

Suggested Post :  দিল্লি ক্যাপিটালস থেকে প্রতি ম্যাচ অনুযায়ী যত টাকা পারিশ্রমিক পাবেন মোস্তাফিজ!

এরপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।