বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন।
বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। তাইতো ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই আগামীকাল রবিবার আইপিএলে খেলতে উড়াল দিবেন লিটন দাস।
শেষ হতে চলেছে প্রতীক্ষা। আগামিকাল কলকাতায় আসতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা লিটন দাস। কেকেআরের তরফে বলা হয়েছে, ‘আমরা আগামিকাল পর্যন্ত আমদাবাদ থাকব।
আগামিকাল দুপুরে ম্যাচ আছে। তাই লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ (আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে) থেকেই লিটনকে পাওয়া যাবে।’