বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সাকিব আল হাসানের সরে দাঁড়ানোটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিনা মেঘে বজ্রপাপেতর মত ছিল। এবার তার খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে, যে দলের হয়ে আছে দুটি শিরোপাও।

তবে সবাইকে অবাক করে সাকিব সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। দেশের গণমাধ্যমে দাবি করা হয়েছে, সাকিব পুরো আসর খেলতে পারবেন না বলে কলকাতাই তার বদলি ক্রিকেটার হিসেবে কাউকে নিতে চেয়েছিল, তাতে অসম্মতি জানাননি সাকিব। আবার ভারতের গণমাধ্যম দাবি করছে, সাকিবকে খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে কলকাতা।

Suggested Post :  ব্রেকিং নিউজ : টস সম্পন্ন, সাকিব ভক্তদের জন্য সুখবর

অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন সাকিব। আইপিএলে দল না পাওয়া বা না খেলার মতো বিষয় তাকে মানসিকভাবে পিছিয়ে দেয়- এমন দাবি অনেকেরই। আইপিএলে খেলা হচ্ছে না বলে আক্ষেপটা আড়ালও করেননি সাকিব। তবে জানালেন, পারিবারিক কারণেই নাকি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘(মন খারাপ) না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপ ভারতে, অবশ্যই খেলতে পারলে ভালো হতো। তবে যেহেতু ফ্যামিলি ইমারজেন্সি… তো ফ্যামিলি ইমারজেন্সি।’

Suggested Post :  আজ আইপিএলে মুম্বাই বিপক্ষে মাত্র ২ উইকেট নিলেই দারুণ একটি মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজ

আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা তার দিক থেকে ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব শুধু দুটি শব্দই নতুন করে বললেন… ‘ফ্যামিলি ইমারজেন্সি।’