
হার্শা ভোগলে, লিটন কুমার দাস, কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, জেসন রয়, লিটন দাস কলকাতা : জেসন রয় ও লিটন দাস হবে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার!
জাতীয় দলের দায়িত্বের জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স এবার দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার জেসন রয়কে।
এদিকে আইপিএল থেকে সাকিব নিজেকে সরিয়ে নিলেও আইপিএলের বাকি অংশে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার কথা রয়েছে লিটন কুমার দাসের। কলকাতার ওপেনার হিসেবেই একাদশে জায়গা করে নিবেন লিটন কুমার দাস।
জেসন রয়ের সঙ্গে কলকাতার ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে। এমনটাই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
আয়ারল্যান্ডের বিপক্ষের একমাত্র টেস্ট সিরিজ শেষে এনওসি পেতে পারেন লিটন দাস। এরপর পাড়ি জমাবেন কলকাতা শিবিরে। তাইতো হার্শা ভোগলে মনে করছেন, জেসন রয়ের সঙ্গে লিটন দাসের ওপেনিং জুটিটা বেশ নজরকাড়া হবে।
এ প্রসঙ্গে নিজের টুইটার একাউন্টে হার্শা ভোগলে লিখেন, কেকেআরের জেসন রয়কে দলে ভেড়ানো অর্থ হলো তারা জগদীশানকে রেখে জেসন রয়কে দিয়ে ওপেনিং করাবে। যদি লিটন দাসকে পুরো মৌসুমে পাওয়া যায় তাদের এই পরিবর্তনের প্রয়োজন হতো না। হয়তো বাংলাদেশের লিটন দাস ও ইংল্যান্ডের জেসন রয় ওপেনিং করতে পারেন?