messi

মেসিকে অপমানিত করে দুয়ো দিলো ফ্রান্স এর ভক্তরা

বার্সালোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর লিওনেল মেসি বেশ কয়েকবারই নিজ ভক্তদের রোষের মুখে পরেছেন। অনেকবারই তার নামে দুয়ো দিয়েছিল ভক্তরা।

তার সর্বশেষ উদাহরণ হচ্ছে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামার আগেই দুয়োর শিকার হন মেসি এবং মাঠে তার পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিলো ভক্তরা।

এই ম্যাচের পর সাবেক ফ্রান্স তারকা ইমানুয়েল পেতিত মেসিকে পরামর্শ দিয়েছেন পিএসজি ছাড়ার জন্য। পিএসজি কোন ফুটবল ক্লাব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

পেতিত বলেন, “যখন আমি দেখলাম তারা মেসিকে দুয়ো দিচ্ছে, এটা পুরো ফুটবলকে অসম্মান করা। যদি আমি মেসিকে কোন পরামর্শ দিতে চাই তাহলে সেটা হবে, পিএসজি ছেড়ে চলে যাও। এটা কোন ফুটবল ক্লাব নেই।