বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হয়েছে আজ। আর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্দান্ত নিয়েছে আইরিশরা।

আয়ারল্যান্ডের ইনিংসের অর্ধেকটা শেষ। ৫৩ ওভার পর্যন্ত আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ৪৫ রান, হারিয়েছে ৬টি উইকেট।

কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এখনও বোলিংয়ে আসেননি আধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান মাঠে খেলছেন, আর বোলিং বা ব্যাটিং করেননি এমন ঘটনা কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটেছিল।

Suggested Post :  বাংলাদেশকে হারালেই উল্টো বিপদে ভারত

এবার ব্যাটিং না হলেও অন্তত বোলিং যেন না করার ইঙ্গিত দিচ্ছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে অনেক নাটকীয়তা হয়েছে সাকিব লিটনদের আইপিএল খেলতে যাওয়া নিযে। সেই রাগ থেকেই কিনা সাকিব নিজেকে বোলিং থেকেই সরিয়ে রেখেছেন।