সাবেক রিয়াল মাদ্রিদ এবং জার্মান তারকা মেসুত ওজিল ফুটবলকে বিদায় বলেছেন। আজকে হঠাৎ করেই এক ঘোষণার মাধ্যমে ফুটবলকে বিদায় বলেছেন তিনি।
জার্মানীর হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা মেসুত ওজিল মোট ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জার্মানীর হয়ে। ক্লাব ফুটবলে তিনি সর্বশেষ খেলছিলেন বাসাকসেহিরের হয়ে।
তবে মৌসুম এখনও চলমান হলেও তিনি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এবং চুক্তি বাতিলের পর ফুটবলকে বিদায় বলেছেন। বিদায় বেলায় তার বয়স হয়েছিল মাত্র ৩৪।
ক্লাব ফুটবলে অনেক নামী দামী ক্লাবে খেলেছেন তিনি। সালকে, ওয়ার্ডার, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনেরবাচ, বাসাকসেহিরে খেলেছেন তিনি। বিদায় বেলায় সব ক্লাব এবং বন্ধুদের ধন্যবাদ দিয়েছেন ওজিল।