যে কারনে বাদ পরলেন আফিফ, টি টুয়েন্টি দলে ২ নতুন মুখ

ban squad 2022

এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও নতুন মুখের ছড়াছড়ি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছে আজ (২২ মার্চ)। যেখানে সুযোগ দেওয়া হয়েছে দুই তরুণ ক্রিকেটারকে। বিপিএলের পারফরম্যান্স বিচারে সুযোগ পাওয়া এই দুই নতুন মুখ হচ্ছে উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী অনিক এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

সর্বশেষ সিরিজ, অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান, বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।

দুই নতুন মুখ ছাড়াও পুনরায় দলে ফেরানো হয়েছে ফাস্টবোলার শরিফুল ইসলামকে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

You May Also Like