নিজেকে সামলাই লিরিক্স | Nijeke Samlai Lyrics by Abanti Sithi. Nijeke Samlai | নিজেকে সামলাই | Abanti Sithi | Prosenjit Ojha | Shovon Roy | Official Music Video. Nijeke Samlai | নিজেকে সামলাই | Abanti Sithi | Prosenjit Ojha | Shovon Roy | Official Music Video 2023 | Protune.
Nijeke Samlai Song Info
Song : Nijeke Samlai | নিজেকে সামলাই
Singer : Abanti Sithi
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Protune
Video Credits :-
Direction : Protune Team
Starring : Abanti Sithi
Cinematographers : Opu Ahmed
Production : Protune Team
Published By STUDIO PROTUNEBD.
Rightsbody :Protune
Produce : PROTUNE
Nijeke Samlai Lyrics
চায়ের কাপের মন খারাপ
কত দিন তোর
পড়েনা ঠোঁটের ছাপ
কিছু কথা আসে উড়ে হাওয়ায় .
তোকে না পেয়ে বাস্প হয়ে যায়।
চায়ের কাপের মন খারাপ
কত দিন তোর
পড়েনা ঠোঁটের ছাপ
কিছু কথা আসে উড়ে হাওয়ায়
তোকে না পেয়ে বাস্প হয়ে যায়।
আমার চোখে
অভিমান পোড়া মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে আবেগ
তবু তোর পথ ধরে কিছু দূর হেঁটে যাই
কি ভেবে আবার নিজেকে সামলাই।
মনের দেয়ালে কিসের খেয়ালে
লিখেছিলাম তোর নাম
আমার দুখ আমার কষ্ট
আমার স্মৃতিরা
দিচ্ছে যে তার দাম।
মনের দেয়ালে কিসের খেয়ালে
লিখেছিলাম তোর নাম
আমার দুখ আমার কষ্ট
আমার স্মৃতিরা
দিচ্ছে যে তার দাম।
সংশয় আছে তবু ভালোবেসে
ভাবি তোর মাঝে হারাই
তবু তোর পথ ধরে কিছু দূর হেঁটে যাই
কি ভেবে আবার নিজেকে সামলাই।
Read More : Pirite Mojechi Lyrics | পিরিতে মজেছি লিরিক্স

Nijeke Samlai Lyrics
Nijeke Samlai Lyrics In Bengali
chayer kaper mon kharap
koto din tor
porena thoter chap
kichu kotha asse ure haway
toke na peye baspo hoye jai
chayer kaper mon kharap
koto din tor
porena thoter chap
kichu kotha asse ure haway
toke na peye baspo hoye jai.