
মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়ে ভারত সিরিজে ১-০ লিড নেয়। বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। ব্যাটিংয়ে নেমে ভারত ১১৭ রানে অল-আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। মিচেল স্টার্ক ৮ ওভারে ১টি মেডেন-সহ ৫৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২৩ রানে ৩টি উইকেট নেন অ্যাবট।
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ:
ভারতের ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ৬টি ছক্কা মারেন। ট্রেভিস হেড ৩০ বলে ৫১ রান করেন। তিনি ১০টি চার মারেন।
ভারতের ইনিংস বিবরণ:
প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন স্টার্ক। ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।
ভারত ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। স্টার্ক ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। প্রথম স্পেলে আগুনে বোলিং মিচেল স্টার্কের। ৮.৪ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করেন লোকেশ। ভারত ৪৮ রানে ৪ উইকেট হারায়।
৯.২ ওভারে অ্যাবটের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৫.২ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৩৫ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কোহলি ৪টি চার মারেন।
১৯.৩ ওভারে ন্যাথন এলিসের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৩৯ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১টি চার। ২৪.৪ ওভারে অ্যাবটের বলে ট্রেভিস হেডের হাতে ধরা দেন কুলদীপ যাদব। ১৭ বলে ৪ রান করেন তিনি।
পরপর ২ বলে ২টি উইকেট নিলেন অ্যাবট। ২৪.৫ ওভারে অ্যাবটের বলে ক্যারির দস্তানায় ধরা পড়ে যান মহম্মদ শামি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। ২৬তম ওভারে মিচেল স্টার্কের বলে পরপর ২টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। ২৫.৬ ওভারে স্টার্কের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।