আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে বোলিং সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টস হেরে আগে ব্যাটিং নামে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩৩৮ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে আয়ারল্যান্ড। তবে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সব কয়টি উইকেট হারিয়ে ১৫৫ তুলে আয়ারল্যান্ড।
তাতেই রেকর্ড জয় পেল বাংলাদেশ। সিলেটে আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকেরা হারাল ১৮৩ রানে। রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এখন এটিই। এর আগে বাংলাদেশ ভেঙেছিল নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। বাংলাদেশের জয়ে ব্যাটে দারুন অবদান রাখার পাশাপাশি উইকেটের পেছনো ৫টি ক্যাচ ধরেছেন মুশফিক। তাতেই হয়ে গেছে বিশ্ব রেকর্ড।
মুশফিকের বিশ্বরেকর্ড:
এই ম্যাচে ৫টি ক্যাচ ধরেছেন মুশফিক। বাংলাদেশের যৌথভাবে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে মুশফিকই নিয়েছিলেন ৫টি ক্যাচ। বিশ্ব রেকর্ড ৬টি। মুশফিক সর্বশেষ নিয়েছেন মার্ক এডেয়ারের ক্যাচ, ইবাদত হোসেনের বলে।