ওভার প্রতি প্রয়োজন ১৫ রানের বেশি। বাউন্ডারি তো লাগবেই। সেই চেষ্টাতেই আউট হলেন স্যাম কারান।

সাকিব আল হাসানের বাঁহাতি স্পিন ছক্কায় ওড়াতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। টাইমিং করতে পারেননি, পয়েন্টে সহজ ক্যাচ নেন তানভির ইসলাম।

৬ বলে কারান করেন ৪।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২০ ওভারে ১৪২/৬ (বাংলাদেশ ১৫৮/২)

Suggested Post :  বাংলাদেশ প্রিমিয়ার লীগকে চ'রম অ'প'মানিত করলেন সাকিব!