মালান-বাটলারকে বিদায় করে ম্যাচে ফিরল বাংলাদেশ

Untitled design 2023 03 14T180644.097

জুটি ভাঙলেন মুস্তাফিজ, রান আউট বাটলার
দ্রুত এগোনো জুটি ভাঙতে মরিয়া ছিলেন সাকিব আল হাসান। অধিনায়ককে কাঙ্ক্ষিত উইকেট এনে দিলেন মুস্তাফিজুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১৬ ওভারে ১১৯/৩ (বাংলাদেশ ১৫৮/২)

বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া বল লেগে ঘুরাতে চেয়েছিলেন মালান। বাড়তি বাউন্সের জন্য ঠিক মতো খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। লাফিয়ে ক্যাচ গ্লাভসে নেন লিটন দাস। ভাঙে ৭৬ বল স্থায়ী ৯৫ রানের জুটি।

টি-টোয়েন্টিতে এটি মুস্তাফিজুর শততম উইকেট।

৪৭ বলে ছয় চার ও দুই ছক্কায় মালান করেন ৫৩ রান।

You May Also Like