চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। পর পর দুইটি ম্যাচ জিতে নিয়ে ঐতিহাসিক সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাইতো শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে বিপিএলে দুর্দান্ত বল করা স্পিনার তানভীর ইসলামের। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত পারফরম্যান্স করছেন তানভীর।

Suggested Post :  অবিশ্বাস্য উড়ন্ত বাবর, ধারেকাছেও নেই কোহলি

প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাতীয় টি-টোয়েন্টি দলে। প্রথম দুই ম্যাচের সাইড বেঞ্চে বসে থাকলেও শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে তানভীরকে। স্পিনার মাসুম আহমেদের পরিবর্তে তাকে একাদশে দেখা যেতে পারে। এছাড়াও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে ফাস্ট বোলার রেজাউর রহমান রাজার।

আগামীকালকে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফ্রিক হোসেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ/ রেজাউর রহমান রাজা।