শাহরুখের কেকেআর থেকে বিশাল সুখবর পেল সাকিব

20230313 182303

মার্চের শেষে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে আছেন সাকিব ও লিটেন। মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি।

তবে এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে মাঠের বাইরে দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলাকালীন এই চোট হয়েছিল। তারপরও সবকিছু ঠিকঠাক ছিল। তবে ভয়ে ৫০তম টেস্টে ব্যাট করতে পারেননি ভারতীয় এই ব্যাটসম্যান।

তাই সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। এখন দলের অধিনায়ক কে হবেন? এ নিয়ে চিন্তিত কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

কিন্তু শেষ পর্যন্ত, শ্রেয়াস আইয়ার আইপিএলে খেলতে না পারলে, কলকাতার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে তিনজন ক্রিকেটারই এগিয়ে। এই তালিকায় একজন বাংলাদেশিও রয়েছেন। তিনি আর কেউ নন, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কেকেআরের অধিনায়ক হওয়ার দৌঁড়ে থাকার অন্যতম কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অধিনায়কের দায়িত্ব পালন করার বিস্তর অভিজ্ঞতা। বর্তমান সময়ে দারুন ব্যাটে বলে দারুন ফর্মেও আছেন তিনি। তার নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে টি-২০ সিরিজ হারালো বাংলাদেশ। যা কলকাতার নতুন অধিনায়ক দৌড়ে তাকে আরও এগিয়ে রেখেছে। আর অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা বাকি দুই জন হলেন নিতিশ রানা ও টিম সাউদি।

You May Also Like