বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারটির নাম নাজমুল হোসেন শান্ত। যাকে কিছুদিন আগেও লাগাতার ট্রোল হজম করতে হয়েছে। ইংল্যান্ডর বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অন্যতম নায়ক শান্ত। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

এরপর আজ দ্বিতীয় ম্যাচে খেললেন ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তিনি আগের ম্যাচেই শান্তকে বলেছিলেন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে।

বিসিবি সভাপতির ভাষায়, ‘আজ যখন শেষ উইকেটটা পড়ল আমাদের, তখন তো আশপাশের সবাই বলছে যে ম্যাচটা হেরে গেলাম! আমাদের ব্যাটসম্যান নেই। আমি বলেছি অবশ্য, না… না… আমাদের ব্যাটসম্যান আছে। আর রান তো এমন বেশি কিছু না, এটা পারা উচিত।’

Suggested Post :  বাংলাদেশের কাছে ইংল্যান্ডের ধবলধোলাই, ভারতকে চরম খোঁচা মারলেন মাইকেল ভন!

তিনি বলেন, ‘চট্টগ্রামে প্রথম ম্যাচ জেতার পর মাঠে আমার সঙ্গে যখন শান্তর দেখা হয়, আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম, সে জন্য যে হয়েছে তা না। একটাই কথা বলেছিলাম—তুমি আউট হলে কেন? শেষ করতে এসে তোমার শেষ করা উচিত ছিল। খুব ভালো খেলেছ, ভালো কথা। কিন্তু তোমার শেষ করে আসা উচিত ছিল। আজকে শান্ত শেষ করেই এসেছে।’

তিনি আরও বলেন, ‘শান্ত আউট হয়ে গেলে আমাদের বিপদ আরো বাড়তেই পারত। তো, সেদিক দিয়ে আমি অত্যন্ত খুশি। দলের সাহস নিয়ে, ভয়ডরহীন ক্রিকেট আর ফিল্ডিং নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না। এই জিনিসগুলো আস্তে আস্তে হয়েছে।

Suggested Post :  লেগে গেল বুমরাহ মিরাজের শ্রেষ্ঠত্বের লড়াই কে সেরা দেখে নিন

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ভালো করতে আমার হুট করে শ্রীধরন শ্রীরামকে আনলাম। কোচিং স্টাফ বদলে দিলাম। এই সব কিছু একটা পরিকল্পনার মধ্য দিয়েই যাচ্ছে। এমন না যে আমরা খামাখা করছি। তাই আত্মবিশ্বাস ছিল যে ওরা ভালো করবে। কিন্তু এত তাড়াতাড়ি যে ভালো করবে, ইংল্যান্ডের সঙ্গে জিতবে টি-টোয়েন্টিতে, এটা আসলেই… সিরিজ জিতবে ভাবি নাই।’