নতুন সিরিজঃ ৩ ওয়ানডে সিলেটে, ৩ টুয়েন্টি চট্টগ্রামে, ১ টেষ্ট মিরপুরে

images 2023 03 12T202112.339

আগেই জানা, ইংল্যান্ডের সাথে সিরিজ চলাকালীনই চলে আসবে আয়ারল্যান্ড দল। আজ রোববার সকালে রাজধানীতে এসে পৌঁছেছে আইরিশরা।

সকাল সাড়ে ৮টায় এমিরেটসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে চলে গেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

সকাল ১১টার ফ্লাইটে রাজধানী ঢাকা থেকে সিলেট চলে গেছে আইরিশরা। সোমবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নামবে তারা। ১৩ আর ১৪ মার্চ অনুশীলনের পর ১৫ মার্চ সিলেটেই একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারি দল।

এ সফরে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। রয়েছে একটি টেস্টও।

ওয়ানডে সিরিজটি হবে সিলেটে। টিম বাংলাদেশের সাথে আইরিশদের প্রথম ওয়ানডে ১৮ মার্চ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২০ মার্চ। আর তৃতীয় ও শেষ একদিনের খেলাটি হবে ২৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডেটি শুরু হবে দুপুর আড়াইটায়।

সিলেটে ওয়ানডে খেলে আইরিশরা চলে যাবে চট্টগ্রামে, বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
২৭ , ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি। এরপর ৪ এপ্রিল থেকে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট।

You May Also Like