পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর পাকিস্তান সুপার লিগ(পিএসএল)। তবে চলমান পিএসএল চলছে রানের বন্যা। প্রতি ম্যাচেই চলছে রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতা। এবার এক ম্যাচে সব রেকর্ড ভাঙলো মুলতান সুলতান ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) ২৮ তম ম্যাচে কি ছিলোনা, একই ম্যাচে হয়েছে দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস টোটাল, হ্যাটট্রিক এবং সর্বোচ্চ রানের ম্যাচের ইতিহাস।

রাওয়ালপিন্ডিতে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। যেখানে ৩৬ বলে সেঞ্চুরি করেন উসমান খান। যা পিএসএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪৩ বলে ১২০ রান করে আউট হন। রিজওয়ান করেন ৫৫ রান। এছাড়াও টিম ডেভিড ৪৩* ও পোলার্ড করেন ২৩* রান।

Suggested Post :  ভারতীয় ক্রিকেটে আবারো নাটকীয়তা; ইংল্যান্ডকে কাঁদিয়ে জিতলো ভারত সমালোচনার ঝড়

জবাবে ব্যাট করতে নেমে কোয়েটা ৮ উইকেটে ২৫৩ রান করতে সক্ষম হয়। ফলে ৯ রানের জয় পায় মুলতান। তবে ইফতেখার-ইউসুফদের ঝড়ো ব্যাটিংয়ের মাঝেও হ্যাটট্রিক করেন আব্বাস আফ্রিদি। যা এবারের পিএসএলে প্রথম হ্যাটট্রিক।

ম্যাচটিতে দু’দল মিলে ৫১৫ রান সংগ্রহ করে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোন ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।

Suggested Post :  ব্রেকিং নিউজঃ একই দলে খেলবেন সাকিব, বাবর আজম এবং বিরাট কোহলি