প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে বোলারদের কল্যাণে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছিল একটা সময়। কিন্তু টেম্বা বাভুমা বিশাল এক সেঞ্চুরি করে ম্যাচ ঘুরিয়ে দেন।
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২০ রান করেছিল। জবাবে ২৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ১০৩ রানে হারিয়ে বসে ৫ উইকেট।
সেখান থেকে টেম্বা বাভুমার লড়াকু এক সেঞ্চুরি। ২৮০ বল মোকাবেলায় ২০ বাউন্ডারিতে বাভুমার ১৭২ রানের ইনিংসে ভর করে ৩২১ রান করে দক্ষিণ আফ্রিকা।
A comprehensive victory for South Africa as they complete a 2-0 series whitewash 👏#WTC23 | #SAvWI | Scorecard: https://t.co/holkApIRGI pic.twitter.com/wHeqaJ6tnl
— ICC (@ICC) March 11, 2023
জেসন হোল্ডার আর কাইল মায়ার্স নেন ৩টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৯১ রানের। প্রোটিয়া বোলারদের তোপে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। সেখান থেকে জসুয়া ডি সিলভার ৩৪, জেসন হোল্ডারের ১৯ আর আলজেরি জোসেফের ১৮ রানে কোনোমতে একশ পেরোয় সফরকারিরা। ৩৫.১ ওভারে অলআউট ১০৬ রানে।
দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার আর জেরাল্ড কোয়েতজি তিনটি করে উইকেট শিকার করেন।