বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে তিন ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছে সাকিব লিটনরা। এই ম্যাচে জয়ের ফলে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে।

টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মিরপুরে আবারো মুখোমুখি হবে সসাকিব বাহিনি। বাংলাদেশের এই সিরিজ জেতা উচিত বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোঃ সালাউদ্দিন। শুক্রবারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,

Suggested Post :  পার্সোনাল হেলিকপ্টার কিনতে চান,দেখেনিন এক নজরে পার্সোনাল হেলিকপ্টারের দাম

“আমার মনে হয় বাংলাদেশের সিরিজটা জেতা উচিত। কারণ ইংল্যান্ডের ব্যাটার কম (শর্টেজ) আছে। যত কথাই বলেন ইংল্যান্ড মাত্র ৪ জন জেনুইন ব্যাটার নিয়ে খেলছে। তাদের যেহেতু ব্যাটার কম রয়েছে, সে কারণে এটা আমাদের ভালো সুযোগ। এই সুযোগে আমাদের সিরিজটা জেতা উচিত।”

এদিকে প্রথম ম্যাচের জয় নিয়ে দেশসেরা এই কোচ বলেন, “বাংলাদেশ জিতেছে, আমি বলব খুবই ভালো ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের মতো দলের সঙ্গে টি-টোয়েন্টিতে ম্যাচ জেতা অবশ্যই ভালো বিষয়। ছেলেরা ভয়হীন ক্রিকেট খেলেছে। ছেলেদের শটের রেঞ্জটা অনেক ভালো দেখতে পেয়েছি, এটা একটা ভালো দিক। বিপিএলে এবার ভালো উইকেট ছিল। সেখান থেকেই ওরা ভালো কনফিডেন্ট অর্জন করেছে।”